সিলেট-সুনামগঞ্জ সড়কে নারীর মরদেহ উদ্ধার
দৈনিকসিলেটডটকম
সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার চাঁনপুর নামক স্থান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) ভোরে কোনো এক সময় সড়ক পারাপারের সময় কোনো এক যানের চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একদল পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন জানান, মরদেহটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। নারীর পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।