জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২
দৈনিকসিলেটডেস্ক
সৌদি আরবের জেদ্দায় আমেরিকান কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।
বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
এসপিএ জানায়, নিরাপত্তা কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্র হাতে একজনকে থামানোর চেষ্টা করেছিল। এ সময় বন্দুকধারী গুলি চালায়। নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালালে বন্দুকধারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুলিতে আহত হন এক নেপালি নিরাপত্তা কর্মী। পরে তার মৃত্যু হয় হাসপাতালে। নিহত নিরাপত্তা কর্মী কনস্যুলেটে কাজ করতেন।
এসপিএ আরও জানায়, সশস্ত্র লোকটি কনস্যুলেট ভবনের কাছে একটি গাড়ি পার্ক করেছিলেন। তারপর বন্দুক হাতে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন।
মক্কা অঞ্চলের পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
সূত্র: আরব নিউজ