খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
দৈনিকসিলেটডটকম
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ খেলাফত মজলিস ঘোষিত ৮দফা বাস্তবায়নের দাবীতে আগামী ২২ জুলাই ২০২৩ শনিবার, সিলেট রেজিস্টারী মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় সভা সমাবেশ ও প্রস্তুতি মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য ইতিমধ্যে সংগঠনের সিলেট বিভাগীয় দায়িত্বশীল সভায় বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে তাহা বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সফর ও গণ-সংযোগ কার্যক্রম শুরু করেছেন।
সিলেট মহানগরীর প্রস্তুতি সভাঃ
বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার এক বিশেষ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় ২৭ জুন মঙ্গলবার রাতে অনুষ্ঠিত নির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা রওনক আহমদ, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মহানগরী শাখার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমানকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট অর্থ উপকমিটি, সহসভাপতি মাওলানা রওনক আহমদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট দাওয়াত ও গণ-সংযোগ উপকমিটি এবং সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন করা হয়। সভায় খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ কর্মসূচী সর্বাত্মক সফলের জন্য সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
হবিগঞ্জ জেলাঃ
বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস হবিগনজ জেলা শাখার এক জরুরী নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরীর পরিচালনায় সোমবার (২৬ জুন) স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মাওলানা নিয়াজুর রহমান নিজাম, হাফিজ খালেদ সাইফুল্লাহ খান, মাওলানা সাদিকুর রহমান খান, মাওলানা মুখলিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের, প্রভাষক শিব্বির আহমদ, মাওলানা ফয়সল আহমদ তালুকদার প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলা শাখার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জেলা সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী কে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
মৌলভীবাজার জেলাঃ
আগামী ২২ জুলাই শনিবার সিলেট জেলা রেজিস্টারী মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম তরফদার এর পরিচালনায় ২৭ জুন মঙ্গলবার এক জরুরী জেলা নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় জোনাল ইনচার্জ অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, মাওলানা কারী ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলা শাখার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জেলা সহ-সভাপতি মাওলানা কারী ফখরুল ইসলাম কে আহবায়ক ও সহ-সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল ইসলাম কে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সফর ও গণ-সংযোগ কর্মসূচী চড়ান্ত করা হয়।
সুনামগঞ্জ জেলাঃ
খেলাফত মজলিস শাখার এক জরুরী নির্বাহী সভা ২৭ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধক্ষ্য মুহাম্মদ আবদুল হান্নান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সর্বাত্মক সফলের লক্ষ্যে জেলা শাখার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।