বৃষ্টি উপেক্ষা করে সিলেটে পর্যটকদের ভিড়

দৈনিকসিলেটডেস্ক
ঈদুল আজহার আগের দিন থেকে বৃষ্টি হয়েছে সিলেটে আজ শনিবার ( ১ জুলাই) তা অব্যাহত আছে। বৈরি আবহাওয়ার কারণে পর্যটনস্পটগুলোতে অন্য বছরের তুলনায় পর্যটকদের আনাগোনা কিছুটা কম থাকলেও রীতিমত ভিড় লেগে আছে কয়েকটি স্থানে। বিশেষ করে শাহজালালের মাজার, ‘সাদা পাথর’, জাফলং, বিছনাকান্দি ইত্যাদি এলাকায়।
সবচেয়ে বেশি পর্যটক এবার দেখা যাচ্ছে ‘সাদা পাথর’ এলাকায়।
ধলাই নদীর বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের বিছানা আর ভারত থেকে নেমে আসা ঝর্ণার পানির তীব্র স্রোত দেখতে হাজার হাজার পর্যটক ভিড় জমান সেখানে।
সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে অবস্থিত ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সঙ্গে খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।