জৈন্তাপুরে রাস্তার নিমার্ণ কাজ পরিদর্শনে মন্ত্রী ইমরান
দৈনিকসিলেটডটকম
জৈন্তাপুর পূর্ব বাজার থেকে রাজবাড়ি খেলার মাঠ হয়ে জৈন্তাপুর মডেল থানার উত্তর অংশ মাস্তিংহাটি হয়ে সিলেট তামাবিল জাফলং মহা-সড়ক পর্যন্ত বিকল্প বাই-পাস রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবীর সার্বিক সহযোগিতা ও স্থানীয় প্রতিবেশি বাসিন্দাগণের আন্তরিক সহযোগিতায় এই রাস্তার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (১ জুলাই) সকাল ১১টায় রাস্তার চলমান নিমার্ণ কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মহিবুর রহমান মেম ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস শুক্রর রাস্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।