রাজপথে চুড়ান্ত লড়াইয়ের মাধ্যমে সরকারের পতন হবে : এমরান চৌধুরী
দৈনিকসিলেটডটকম
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের বন্ধু নয়, তারা জনগনের ভোটে নির্বঅচিত হয়নি। তাই তারা বর্গীদের মতো মানুষের জীবন বিষিয়ে তুলেছেন। এই সরকার জনগণের রায় নিয়ে ভোটে জিতেনি বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাই বিএনপির নেতৃত্বে দেশবাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। এ লড়াই শুধু জনগনের মৌলিক অধিকার আদায়ের জন্যই নয়, এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে এই সরকারের সঙ্গে আমরা কোনো দিন আপোষ করব না। রাজপথে চুড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।
শনিবার দিনভর বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শুভেচ্ছা বিনিময়কালে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করতে দলের সর্বস্থলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি ইউনিয়নের খাড়া ভরা , চরিয়া , গজুকাটা, দুবাগ বাজার, মেওয়া সহ বিভিন্ন ওয়ারডে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হারুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, বিয়ানীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সহ সাধারণ সম্পাদক তানভীর আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আহমদ শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, দুবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল,কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সানু, সাংগঠনিক সম্পাদক এনাম আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিন আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাস, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী, জামিল আহমদ সদস্য, জাবের আহমদ সদস্য, এবি কালাম, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ প্রমূখ।
এদিকে, তিনি দুবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান ও সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের কবর জিয়ারত করেন।