ঢাকায় যাওয়ার পথে আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িবহর দুর্ঘটনার কবলে
দৈনিকসিলেটডেস্ক
সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িবহরের দুটি গাড়ি একটি দুর্ঘটনায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১ জুলাই) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আগামী ৩ জুলাই সিসিক নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ঢাকায় শপথ নিবেন। এর জন্য তারা গাড়িবহর নিয়ে আজ ঢাকায় যাচ্ছিলেন।
সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্টজন ও গাড়িবহরে থাকা সিলেট প্রতিদিন’র সম্পাদক সাজলু লস্কর শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বলেন- ‘বহরের একটি গাড়ি সামনের গাড়িকে সামান্য ধাক্কা দিয়েছে। বৃষ্টিভেজা সড়কের জন্য অসাবধানতাবশত এটি ঘটেছে। এতে ওই দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশি কিছু হয়নি। কেউ হতাহত হননি। সবাই নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছি।’সূত্র:সিলেটভিউ