অপূর্বের ‘কাছের মানুষ’
দৈনিকসিলেটডেস্ক
প্রতিবছরের মতো এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে তার অভিনীত ‘কাছের মানুষ’ নাটকটি। ইউসুফ আলী খোকনের রচনা এবং বি ইউ শুভর পরিচালনায় এতে অপূর্বর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সাফা কবিরকে।
সকালবেলা মায়ের চিৎকারে নাহিদের ঘুম ভাঙলো। নাহিদের বোন দীবার দুই বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের পরদিন থেকে বলাবলি শুরু হয়েছে এই বিয়েটা টিকবে না। এখন সেটাই হতে যাচ্ছে। মা নাহিদকে ডেকে উকিলের সঙ্গে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করতে বলেছে। দীবার ননদ হিয়ার সঙ্গে এর আগেও কয়েকবার এ বিষয়ে নাহিদের কথা হয়েছিল। হিয়া কোনোভাবেই চায় না ভাবীর সংসারটা ভেঙে যাক। প্রতিবার ঝামেলা হলে হিয়া তার ভাইকে বুঝিয়ে ঠিক করার চেষ্টা করে, কিন্তু এবার তার কোনো খবর নেই।
নাহিদ নিজ থেকে হিয়াকে ফোন করে এবং ঘটনা শোনার পর হিয়া যেন আকাশ থেকে পড়ে। হিয়া দেখা করে নাহিদের সঙ্গে। এরপরই বদলে যায় দৃশ্যপট। হিয়াকে বউ করে নিয়ে বাড়িতে যায় নাহিদ। এটা দেখে নাহিদের মা আহাজারি করতে থাকে। যে বাড়িতে মেয়েকে বিয়ে দিয়ে এত অশান্তি সে বাড়ির মেয়েকে ঘরের বউ হিসেবে কোনোভাবেই মানতে পারেন না তিনি। এমনই গল্প দেখা যাবে নাটকটিতে।