জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উদ্যােগে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১জুলাই শনিবার রাতে স্থানীয় দরবস্ত বাজারে একটি কমিউনিটি সেন্টারে এই ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রবাসী গ্রুপের উপদেষ্টা মো: জমির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের মূখ্য সঞ্চালক কামাল আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রবাসী গ্রুপের গ্রুপ-উপনেতা বিশিষ্ট সমাজসেবী আব্দুল গাফফার চৌধুরী খসরু,জৈন্তাপুর ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ পিছিয়ে পড়া জৈন্তাপুর উপজেলার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অর্থ-মানবিক কাজে আমরা পাশে রয়েছি। যেকানে প্রয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
হাফিজ মাওলানা শিহাব উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী গ্রুপের সদস্য মাওলানা মোজাম্মেল হেলালী, যুক্তরাষ্ট্র প্রবাসী জামিল আনসারী, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, প্রবাসী গ্রুপ নেতা তোফায়েল আহমদ, নুর মোহাম্মদ হুনা আলী, সমাজসেবী হাফিজ ফখরুল ইসলাম, হাফিজ মাসহুদ আজহার প্রবাসী সুলোমান আহমদ এছাড়া বিভিন্ন দেশের প্রবাসি গ্রুপে সদস্য বৃন্দ এ সময় উপস্তিত ছিলেন।পর সকল প্রবাসি সহ সুধিদের নিয়ে নৈশ ভোজ পরিবেশন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন