ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা
দৈনিকসিলেটডেস্ক
ঈদের ছুটি কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে পৌছেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
৫ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। আফগানদের সঙ্গে দুই ধাপে সিরিজটি খেলবে বাংলাদেশ। প্রথম দফায় একমাত্র টেস্টে টাইগাররা তাদের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল।
এবার দ্বিতীয় দফায় তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-তামিমরা। সাদা-পোশাকে আফগানিস্তান দলে রশিদ খান ও মুজিব-উর রহমানদের মতো ক্রিকেটাররা না থাকলেও রঙিন ক্রিকেটে তারা ফিরছেন।