কোম্পানীগঞ্জে সাদা পাথরে পর্যটক নিখোঁজ
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর বেড়াতে গিয়ে আবদুস সালাম (২৩) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান ওই যুবক। রবিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনস্পটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুস সালাম (২৩) ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে।
আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনস্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।
আবদুস সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন