এবার বন্ধুর বিয়েতে উপহার কাঁচা মরিচ
দৈনিকসিলেট ডেস্ক :
গত কয়েক দিন ধরে কাঁচা মরিচের পারদ বেশ চড়া। দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হয় প্রতিকেজি কাঁচা মরিচ। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল হতে দেখা যায়। দাওয়াতে বা আত্মীয়ের বাড়িতে গেলে মিষ্টি কিম্বা অন্য উপহারের পরিবর্তে যেন কাঁচা মরিচ নিয়ে যাওয়া হয় এমন সব মন্তব্যও দেখতে দেখা যায় সেই সব ট্রলগুলো। এবার তা বাস্তবেও ঘটল।
কিশোরগঞ্জে বন্ধুর বিয়েতে উপহার দেওয়া হয়েছে কাঁচা মরিচ। রোববার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামে অ্যাডভোকেট মাহমুদুর রহমানের বিয়েতে তার বন্ধুরা এ উপহার দেন। বিষয়টি এলাকায় বেশ সাড়া ফেলেছে।
বরের বন্ধুরা বলছেন, এখন দেশে কাঁচা মরিচ ৮০০ থেকে ১২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা উপহারের পাশাপাশি কাঁচা মরিচের রেকর্ড মূল্য বৃদ্ধির একটি ভিন্নধর্মী প্রতিবাদও বটে।
এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, ‘মাহমুদুর রহমানের বিয়েতে তার কয়েক বন্ধু এসেছিলেন। তারা বিয়ের উপহার হিসেবে কাঁচা মরিচ দিয়েছেন। উপহারটি বেশ চমকপ্রদ। প্রতিবাদ হিসেবে এ উপহার দেওয়া হলেও আমরা সাদরে গ্রহণ করেছি।’