আল্লামা আবদুল মতিন ধনপুরী’র ইন্তেকাল: জানাযা সম্পন্ন
দৈনিকসিলেটডটকম
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদ সদস্য, সিলেট জেলা জমিয়তের সভাপতি, সিলেটের বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদ, প্রবীণ রাজনীতিবিদ, শায়খুল হাদিস আল্লামা আবদুল মতিন ধনপুরী রহঃ গত ২৯ জুন বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যা ছয়টায় নয়াসড়কস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ৩০ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় নয়াসড় জামে মসজিদে সিলেটের সকল রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে নামাজে জানাযায় অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস মাওলানা হাফিজ মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, বলেন জীবন প্রতিটি ধাপে ধাপে ইসলামের কাজ করে গেছেন আল্লামা আবদুল মতিন ধনপুরী রহঃ। এই প্রচার বিমুখ বড়মাপের আলেমে দ্বীন আমাদের ছেড়ে চলে গেলেন, আল্লাহপাক আল্লামা আব্দুল মতিন ধনপুরীকে জান্নাতের আ’লা মাকাম দান করুন এবং আমাদেরকে দ্বীনের উপর টিকে থাকার তাওফিক দেন। বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামগণ তাদের বক্তব্যে মাওলানা ধনপুরীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
জানাযায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, সুবহানিঘাট মাদ্রাসার শায়খুল হাদিস, ধনপুরী হুজুরের ছাত্র মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, রাজনীতিবিদ, মাওলানা রেজাউল করিম জালালী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়তে উলাময়ে ইসলাম সিলেট জেলার শাখার সহ-সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন, মাওলানা আব্দুল মাতিন হবিগঞ্জী, গহরপুর মাদ্রাসার শায়খুল হাদিস, মাওলানা আব্দুর রহমান, রায়পুর মাদ্রাসার শায়খুল হাদিস ধনপুরী ছাত্র শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ, জাতীয়তাবাদী দল বিএনপির মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এমদাদল হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামী সিলেট, মহানগর শাখার আমীর আলহাজ্ব ফখরুল ইসলাম, নায়েবে আমির সোহেল আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান তফাদার, বায়তুল আমান জামে মসজিদের সাবেক মোতোয়াল্লী আলহাজ্ব বাবর বক্তত, হুজুরের ছাত্র মাওলানা আব্দুল মালিক বালাগঞ্জী, বারুতখানা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, নয়াসড়ক মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ, জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট মাহানগর সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক সরকার, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, নন্দীরগাঁও মাদ্রাসার মুহতামিম, জমিয়ত নেতা মাওলানা রফিক আহমেদ মহল্লী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা মহিবুর রহমান মিঠিপুরী।