বালাগঞ্জ পিইউএসএ,বি এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
রাজিব আহমেদ, বালাগঞ্জ
বালাগঞ্জ (পিইউএসএ,বি) এর উদ্যোগে নবীন বরণ ও ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানের প্রথমে দেশের বিভিন্ন পাবলিক ও মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০২০-২১ ও ২০২১-২২ সেশনে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে নবগঠিত কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব সুমাইয়া ফেরদৌস। পরে ১ম কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী নেতৃবৃন্দের হাতে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সদ্যবিদায়ী সভাপতি জহির উদ্দিন বিজয়ের সভাপতিত্বে ও সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হিমেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস মহোদয়,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন,প্রমুখ।