রিমান্ড না মঞ্জুর করে সাংবাদিক রাজুর জামিন মঞ্জুর
আব্দুল জাহির, চুনারুঘাট প্রতিনিধি :
চুনারুঘাটে ছাত্রলীগ কর্মীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ জুলাই) হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে সাংবাদিক রাজুর জামিন মঞ্জুর করেন।
এদিকে, বাদীপক্ষ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিবাদীপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর জামিন মঞ্জুর করেন।
বিবাদীপক্ষের আইনজীবী এডভোকেট শফিউল আলম আজাদ জানান, আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি। সমস্ত প্রমাণাদি ও সাবমিশন বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত সাংবাদিক রাজু সাহেবের জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঈদুল আজহার দিন রাতে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান সাংবাদিক আব্দুল জাহির ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চুনারুঘাট থানায় মামলাটি করেন। মামলায় ওই রাতেই আবদুল জাহিরের বন্ধু ও স্থানীয় সাংবাদিক আবদুর রাজ্জাককে (৪০) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে হাতকড়া পরানো অবস্থায় থানার সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়।