রোটারি জিরো আওয়ার্স প্রোগ্রাম অনুষ্ঠিত
দৈনিকসিলেটডটকম
আর্তমানবতার সেবার প্রত্যয় নিয়ে বিশ্বব্যাপী সমাদৃত সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল তার বার্ষিক কাজ শুরু করে জুলাই-জুন রোটাবর্ষের মাধ্যমে। এ হিসেবে ২০২৩ খ্রিস্টাব্দের জুলাই মাস থেকে বৎসর শুর হয় । এই দিনটি শুরুর প্রক্কালকে রোটারি জিরো আওয়ার্স প্রোগ্রাম হিসেবে উদযাপন করে থাকে।
রোটাবর্ষ ২০২৩-২৪ উপলক্ষে রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অর্ন্তভুক্ত সুরমা, কুশিয়ারা ও পিয়াইন জোনের উদ্যোগে শুক্রবার (৩০ জুন) রাত ১১.৫৯ মি নিটে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে রোটারি জিরো আওয়ার্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম চেয়ারম্যান সৈয়দ কারুজ্জামান এর সভাপতিত্বে ওএরিয়া ডিরেক্টর পিপি এ কে এম শামসুল হক দীপুর পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজি ইলেক্ট এ এইচ এম ফয়সল আহমদ। অনুষ্ঠানে সমাজ পরিবর্তনের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, রোটারি ক্লাব প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করছে। বিশ্বব্যাপী এ সংস্থা অসংখ্য অগণিত দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এছাড়া শিক্ষা-সাহিত্য-চিকিৎসাসহ সামগ্রিক ক্ষেত্রে রোটারি একটি নতুন দিগন্তের হাতছানি স্পর্শ করেছে। প্রত্যেক রোটারিয়ানকে তার অবস্থান থেকে সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এরিয়া এডভাইজার পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এডিশনাল এরিয়া এডভাইজার পিপি ফয়সল করিম মুন্না, পিপি ইয়াতুল গণি ওসমানী, এডিশনাল এরিয়া ডিরেক্টর পিপি বদরুল আলম চৌধুরী, পিপি সাহেদ হোসাইন, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো: কাউছার হোসাইন শাহিন, পিপি মো: আমিনুল ইসলাম, ডেপুটি গর্ভণর সামছুল আমিন রাখি, মাসুম আহমদ চৌধুরী, মামুনুর রশিদ চৌধুরী,আতিক রেজা চৌধুরী, এডিশনাল জোনাল কো-অর্ডিনেটর পিপি মোঃ নাজমুল ইসলাম, জোনাল সেক্রেটারি পিপি হাসান কবির চৌধুরী, এডিশনাল জোনাল সেক্রেটারি পিপি জাকির হোসেন,এ্যসিস্টে গর্ভণর পিপি আব্দুল মুহিত দিদার, এ্যসিস্টে গর্ভণর পিপি ফারেছ আহমদ চৌধুরী, পিপি আনহার শিকদার, প্রমুখ। এই অনুষ্ঠানে রাত ১২.০০টা বেজে ওঠার সাথে সাথে রোটারির বাৎসরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।