মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি
দৈনিকসিলেটডেস্ক
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে। আজ (৩ জুলাই) ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা পৌঁছান তিনি। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ঢাকা সফর শুরু হয় তার।
মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আমন্ত্রণ জানিয়েছে। মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি।
সূত্রের তথ্যমতে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন