হাওর ভ্রমণে না আসতে অনুরোধ জানালেন সুনামগঞ্জের ডিসি
লিমন মিয়া
পাহাড়ী ঢল-বর্ষণে হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। ঢলের পানিতে তলিয়ে গেছে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বেশ কিছু অংশ। ফলে বন্ধ রয়েছে সরাসরি যান চলাচল।
বর্ষার এমন সময়ে বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি (শহীদ সিরাজ) লেক, বারেকের টিলা, শিমুলবাগানসহ বিভিন্ন পর্যটন স্পটে নৌকা করে ঘুরে বেড়ান পর্যটকরা। তবে এখন বৈরী আবহাওয়া ও বন্যার আশঙ্কা থাকায় পর্যটক না আসতে আহবান জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
রোববার (২ জুলাই) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় পর্যটক না আসার এ অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসক জানান, বর্তমানে সুনামগঞ্জের আবহাওয়া খুব একটা অনুকূল না। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের আভাস আছে। বৃষ্টি ও ঢলের পানিতে হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটক আসতে আমরা নিরুৎসাহিত করছি। তবে নিষেধাজ্ঞার বিষয়ে সার্বিক পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।