গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর কোরবানীর মাংস বিতরণ
দৈনিকসিলেটডটকম
যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের ২য় দিন ১ লা জুলাই শনিবার বালাগঞ্জের খুজগীপুর মোল্লাবাড়িতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কোরবানীর পশুর মাংস বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
এসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে কোন দূর্যোগ দুঃসময়ে দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসেন। তারা দেশের বাইরে অবস্থান করলেও তাদের হৃদয় থাকে বাংলাদেশের মানুষের মাঝে। মানুষের অভাব বিপদে তারা কাঁদেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর প্রবাসীদের এই প্রচেষ্টা মানুষ সবসময় স্মরণ রাখবে।
মাংস বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফিজ আব্দুর রহমান নোমান. সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশিদ, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছালাম কালাম, সিফডিযার খুুজগীপুর সমন্বয়কারী আব্দুস সহিদ, শিক্ষক আবু বকর সুন্নাহ, আব্দুল হামিদ, জাকির আহমদ, আব্দুল মোতালিব ইশরাম, মুহিদুর রহমান সাঈফ প্রমুখ। এসময় দোহালিয়া, সারসপুর, খুজগীপুর,ফুলতলী গ্রামের অর্ধশতাধিক মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়।