মৌলভীবাজার পৌরসভায় বসবে পরিত্যক্ত প্লাস্টিক-পলিথিনের হাট
রাসেল মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার পৌরসভার সম্মুখস্থ মেয়র চত্বরে পলিথিন ক্রয়ের হাট বসবে। এই পলিথিন হাটে বাসা-বাড়ি, দোকান, বেকারি ও রেস্টুরেন্টের পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, চকলেট-চুইনগামের প্যাকেট, শপিং ব্যাগ, বিভিন্ন জাতের প্লাস্টিকের বোতল ইত্যাদি ক্রয় করা হবে।
এই হাটে পলিথিন ও প্লাস্টিকের বোতল নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়র।প্রতি রোববার বিকাল ৩.৩০টায় মেয়র চত্বরে এই হাট বসবে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে পরিত্যক্ত প্লাস্টিক পলিথিন কিনে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র ফজলুর রহমান। পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে এই উদ্যোগ।
মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা-বাড়িতেই পৃথকীকরণ করা হবে। অর্থাৎ পচনশীল বর্জ্য থাকবে একটা বিনে। অপচনশীল বর্জ্য থাকবে অপর বিনে। পৌরসভা থেকে ইতোমধ্যে ময়লার বালতি দেওয়া হয়েছে। আরেকটি বিন/বালতি দেওয়া হবে। নাগরিকেরা যেন এই কাজটি করেন সেজন্য আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও র্যা লি করেছি।
মেয়র বলেন- কেউ উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক-পিলিথিন ফেলতে পারবেনা। শহরকে দূষণমুক্ত করতে পৌরসভা প্লাস্টিক-পিলিথিন কিনে নিয়ে সেটা ডাম্পিং স্টেশনে পুণপ্রক্রিয়া করবে। এছাড়া পচনশীল বর্জ্য দিয়ে জৈবসার তৈরি করা হবে। বায়োগ্যাস তৈরি করা হবে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।