শিশুর হাতে ১২ ফুট লম্বা সাপ
দৈনিকসিলেটডেস্ক
পৃথিবী নামক গ্রহের মধ্যে অন্যতম প্রাণঘাতী প্রাণী সাপ। আর সাপের মধ্যে মারাত্মক এবং বিষাক্ত প্রজাতি কোবরা। সহজেই মানুষের জীবন কেড়ে নিতে পারে কোবরা।
এত বেশি ভয়ংকর প্রাণী হওয়ার পরও কিছু লোক তাদের ভয় পায় না। বরং অনায়াসে সাপ নিয়ে খেলা করেন।
সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কোবরার লেজ ধরে নির্ভীকভাবে খেলছে এক শিশু।
ভিডিওতে দেখা যায়, কোনোরকম ভয় না পেয়েই বিশালাকার সাপটির লেজ ধরে টানছে শিশুটি।
ভাইরাল ভিডিওটিতে অনেকেই মন্তব্য করেছেন। সাপটিকে নিয়ে এভাবে খেলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সমালোচনা করেছেন। আবার কেউ কেউ বাহবা দিয়েছেন।
একজন লিখেছেন- সাপ কোনো পুতুল নয়, এভাবে খেলার বস্তু নয় এটি। অন্য একজন লিখেছেন, এসব শিশুদের বাবা-মায়েদের উচিত শিশুদের চোখে চোখে রাখা। নতুবা অযত্নহীনতার জন্য চড়া মূল্য দিতে হতে পারে।