‘বউ চোরা বক্কর’ জাহিদ হাসান!
দৈনিকসিলেটডেস্ক
প্রতি ঈদেই ব্যতিক্রমী সব চরিত্রে দেখা যায় জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। এবারও তার বতিক্রম হচ্ছে না। ঈদের পঞ্চম দিন আজ ‘বউ চোরা বক্কর’ হয়ে হাজির হচ্ছেন তিনি।
চ্যানেল আইতে আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘বউ চোরা বক্কর’। মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের রচনা ও পরিচালনায় এতে জাহিদ হাসান ছাড়া আরও অভিনয় করেছেন আইরিন আফরোজ, শফিক খান দিলু প্রমুখ।
গল্পে দেখা যাবে, আবু বক্কর গ্রামের হাস্যোজ্জ্বল, শিক্ষিত মানুষ। দেখা হলেই মানুষকে দুটি জ্ঞানের কথা বলে। সবার সঙ্গে তার ওঠাবসা। সবাই তাকে অনেক ভালোবাসে পছন্দ করে। অনেকেই তাকে মজা করে বলে এতো জ্ঞান দাও জ্যোতিষ বিদ্যা শিখলে নাকি? সে ও মজা করে বলে শিখলাম আর কী। আবু বক্করের সঙ্গে গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সোনালির সঙ্গে সেই অনেক আগে থেকে প্রেম ভালোবাসা আছে। আবু বক্কর মফস্বল শহরের ছোট একটা চাকরি করে। যে টাকা আসে সেটা দিয়ে আসলে তার পরিবার ঠিকমতো চালাতে পারে না। এদিকে বিয়ের বয়স পার হয়ে যেতে থাকে। চাকরির সুবাদে অনেকদিন বক্কর গ্রামে আসে না। এই সুযোগে সোনালির বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। বক্কর গ্রামে আসার পর শোনে সোনালির বিয়ে হয়ে গেছে জালাল নামে এক ব্যক্তির সঙ্গে। সোনালির সঙ্গে কোনোদিন তার স্বামীর সঙ্গে বনিবনা হয়নি। জালাল এখনও বুঝতে পারেনি সোনালি কোন কারণে তাকে মেনে নিতে পারছে না। বিয়ের পর থেকে তাদের একই ঘরে শয়ন হলেও একই বিছানায় শয়ন হয়নি। জালাল একজন গুনিন বা জ্যোতিষীর স্মরণাপণ্ন হতে চায়। খবর চলে আসে বক্করের কাছে। সে জ্যোতিষী সেজে বাড়িতে প্রবেশ করে!