হবিগঞ্জে সাংবাদিক আব্দুল জাহিরের জামিন মঞ্জুর
আদালত প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান ফয়সলের দায়ের করা চাঁদাবাজির মামলায় সাংবাদিক আব্দুল জাহির মিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৪ জুলাই) হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেইন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
এদিকে, আজ সাংবাদিক আব্দুল জাহির আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত জামিন মঞ্জুর করেছেন।
বিবাদী পক্ষের আইনজীবী শফিউল আলম আজাদ বলেন, চাঁদাবাজির মামলায় সাংবাদিক আব্দুল জাহির ছিলেন প্রধান অভিযুক্ত। আরেকজন অভিযুক্ত যিনি ছিলেন তাঁকে গতকাল আদালত জামিন দিয়েছেন। আব্দুল জাহির আজ হাজির হয়েছেন। যুক্তিতর্ক ও সাবমিশন শুনে তাকে আদালত জামিন দিয়েছেন।
উল্লেখ্য,ঈদের রাতে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান ফয়সল বাদী হয়ে সাংবাদিক আব্দুল জাহির ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে চুনারুঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। সেই রাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। আব্দুর রাজ্জাক রাজুর জামিন গতকাল আদালত মঞ্জুর করেন।