সিলেটের সাদাপাথরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে দেখে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এতথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
এর আগে গত রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ওই যুবক। পরে ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে কাজ করলে প্রায় ৪৪ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটক আবদুস সালাম (২৩) ঢাকার মিরপুর এলাকার মরহুম আবুল কালামের ছেলে।
মরদেহ উদ্ধারের পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে।এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।