গোলাপগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম আহমদের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় তার ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা হাতিয়ে নেয় চোরচক্র।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য শামিম আহমদ জানান, আমি শহরে আমার দোকানে ছিলাম,আমার পরিবারের বাকি সদস্যরা বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে আমার বড় ছেলে (১২) ছিলো। দুপুর ১ টার দিকে সে পাশের বাড়িতে ঘুরতে গিয়েছিলো,এই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে সকেস ও আলমিরা ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন সরকার বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করব, ঘটনাটি পরিদর্শন করার জন্য পুলিশ ফোর্স পাঠাচ্ছি।
উল্লেখ, দীর্ঘদিন থেকে বাঘা ইউনিয়নে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে আসছিলো,এবিষয়ে প্রশাসন তৎপর হলে বেশ কিছু সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।