কুলাউড়ায় পুলিশের অভিযান: গ্রেপ্তার লায়েক ডাকাত
দৈনিকসিলেটডটকম
মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের অভিযানে মো. লায়েক উদ্দিন (২৬) নামে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) ভোরে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন মোমিনছড়া চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
লায়েক কুলাউড়া উপজেলার খাদিমপাড়া এলাকার কুতুব উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোরে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন মোমিনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার পিতাও এলাকার চিহ্নিত ডাকাত। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।