শ্রীমঙ্গলে প্রশাসনের প্রচেষ্টা: নিরশন হলো পানি নিস্কাশনের সমস্যা
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় নিরশন করা হয়েছে পানি নিস্কাশনের সমস্যা। শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের খোশবাস এলাকায় ব্রীজ সম্মুখে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে ওই এলাকায় চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট এবং বশতবাড়িতে অল্প বৃষ্টিতে জমে যায় হাঁটু পানি। এ বিষয়ে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসার গণস্বাক্ষরিত অভিযোগ পত্র জমা দেন এবং প্রকৃত সমস্যা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করলে বিষয়টি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের নজরে আসে।
সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের লক্ষ্যে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে আশীদ্রোন ইউনিয়নের খোশবাস এলাকায় সরেজমিন পরিদর্শনে যান- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর। সেখানে গিয়ে তারা স্থানীয় জনগণের সাথে আলোচনা করে পানি নিষ্কাশনের জন্য বাদ ও ড্রেনের দুপাশ কেটে বড় করে দেয়া হয়। এতে দ্রুত জমাট বাঁধা পানি নিষ্কাশন হয়ে রাস্তা চলাচলের উপযোগী হয়ে ওঠে। এবং আশা করা হচ্ছে এখানে আর পানি নিষ্কাশনের সমস্যা থাকবে না। দ্রুত বিষয়টি সমাধান করার জন্য স্থানীয় জনসাধারণ উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।