বড়লেখায় ইয়ূথ এইডের কমিঠি গঠন সম্পন্ন
তাহমিদ ইশাদ রিপন
মৌলভীবাজারের বড়লেখায় ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের সৃষ্টিশীল মানবিক সংগঠন ইয়ূথ এইড অর্গানাইজেশন এর ২০২৩-২০২৪ সালের দ্বি-বার্ষিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ইয়ূথ এইড অর্গানাইজেশনের উপদেষ্টা, স্থায়ী পরিষদ ও ওয়ার্ড প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে খালেদুর রহমানকে সভাপতি, এডভোকেট দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক ও রমা কান্ত দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, ইয়ূথ এইড অর্গানাইজেশনের গঠনতন্ত্রের নিয়মানুযায়ী সংগঠনের উপদেষ্টা, স্থায়ী পরিষদ ও ওয়ার্ড প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ৩৪ সদস্য বিশিষ্ট কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দের নাম ও পদবী কয়েকদিনের মধ্যে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস।