জগন্নাথপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানের জামিন
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের গুলিতে নিহত সিএনজি চালিত অটোরিকশা চালক সৈয়দ জামাল হত্যা মামলার আসামি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুুল হাসান জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসানের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান। উল্লেখ্য, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোণা) গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার সঙ্গে একই গ্রামের সৈয়দ হোসাইন আহমেদের মধ্যে পূর্ব বিরোধ চলেছিল। যার জের ধরে গত ২৮ এপ্রিল রাতে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সৈয়দ আলমগীর হোসেনের লোকজনের ছুঁড়া গুলিতে অটোরিকশা চালক সৈয়দ জামাল (৪৫) এর মৃত্যু হয়। পরে ১ মে জামালের ভাই সৈয়দ হোসাইন আহমদ বাদী হয়ে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসানসহ ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। ১৩ মে হত্যার মুলহোতা সৈয়দ হুসবান আহমদকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, এ ঘটনায় চেয়ারম্যান আবুল হাসান গত ২০ জুন হাইকোর্ট থেকে অস্হায়ী জামিন নেন। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলা জজ আদালত থেকে স্থায়ী জামিন পান। জামিনলাভের পর চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান বলেন, আমাকে ষড়ষন্ত্রমুলকভাবে আসামি করা হয়েছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। আদালত থেকে ন্যায় বিচার পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।