চুনারুঘাটে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাহিদ আহমেদ ওরফে শহিদ (৩০) কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সে উপজেলার নরপতি এলাকার আনাই মিয়ার পুত্র। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, সোমবার দিবাগত-রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সুবীর চন্দ্র দেব সহ একদল পুলিশ পৌরসভার বড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন । পুলিশ জানায়, ২০২১ সালের একটি চুরির মামলায় মোঃ শাহিদ আহমেদ ওরফে শহিদকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন