দৈনিকসিলেটডটকম পরিবারে নতুন যারা যুক্ত হলেন
দৈনিকসিলেটডটকম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত সিলেটের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টল’ দৈনিকসিলেটডটকম’ পরিবারে এমাসে নতুন আরও
৭ জন প্রতিনিধি যুক্ত হয়েছেন। তারা হলেন জুয়েল আহমদ জগন্নাথপুর প্রতিনিধি,সমুজ আহমদ বিশ্বনাথ প্রতিনিধি, মো: রাসেল মৌলবীবাজার প্রতিনিধি, রাজিব আহমেদ বালাগঞ্জ প্রতিনিধি, তাহমীদ ইশাদ রিপন বড়লেখা প্রতিনিধি, মেহেদী হাসান ভূঁইয়া তাহিরপুর প্রতিনিধি, মো: শরিফ আহমদ কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
উল্লেখ্য দৈনিকসিলেটডটকম সিলেট বিভাগের জেলা ও উপজেলায় প্রতিনিধি চেয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করলে অসংখ্য আবেদন জমা পড়ে। এর মধ্যে থেকে দক্ষতা এবং পেশাদারিত্বকে প্রাধ্যান্য দিয়ে সিলেকসন বোর্ড উপরে উল্লেখিত ৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে।
দৈনিকসিলেটডটকম -এর সম্পাদক মুহিত চৌধুরী নতুন সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমারা আমাদের লক্ষে পৌছতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
দৈনিকসিলেটডটকম নিম্নে উল্লেখিত জেলা এবং উপজেলায় আরো কিছু প্রতিনিধি নিবে। পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া হবে। chowdhurymohith@gmail.com এই ই মেইলে ছবি, এনআইডি,অভিজ্ঞতার বর্ণনাসহ আবেদন করতে অনুরোধ করা হলো।
যে সকল এলাকায় প্রতিনিধি নেয়া হবে:
বিয়ানীবাজার, জকিগঞ্জ, কুলাউড়া, সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর, ছাতক,দোয়ারাবাজার,ধর্মপাশা,শাল্লা এবং দিরাই।