সিলেটে করোনার ৩য় ও ৪র্থ ডোজ পাবেন ১৫ হাজার মানুষ
দৈনিকসিলেট ডেস্ক :
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে একযোগে ৩য় ও ৪র্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে আজ। বুধবার (৫ জুলাই) থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এ টিকা দান ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৫ হাজার মানুষকে দেওয়া হবে করোনার ৩য় ও ৪র্থ ডোজের টিকা।
৫ থেকে ১১ জুলাইয়ের মধ্যে যেকোন দুইদিন সিসিকের ৪২টি ওয়ার্ডে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে বলে সিসিক সূত্রে জানা গেছে।
সিলেট সিটি করপোরেশনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ৫ থেকে ১১ জুলাইয়ের মধ্যে আমরা দুই দিন ক্যাম্পেইন করবো। সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে আগামী সোমবার (১০ জুলাই) ও মঙ্গলবার ১১ জুলাই) যারা ২য় বা ৩য় ডোজ দিয়েছেন তাদেরকে কোভিড-১৯ ৩য় ও ৪র্থ ডোজের ভ্যাকসিন দেওয়া হবে।
ডা. জাহিদ আরো জানান, পুরাতন ২৭ ওয়ার্ডে কাউন্সিলরদের অফিসে এবং নতুন ১৫টি ওয়াডের কিছু জায়গা ঠিক করা হয়েছে যেখানে ভ্যাকসিন দেওয়া হবে। এ ব্যাপারে মাইকিং বা প্রচারণা চালিয়ে মহানগরবাসীকে অবহিত করা হবে। তবে মহানগরবাসী ভ্যাকসিন দিতে আগ্রহী নন। সে ক্ষেত্রে আমরা করোনার ভ্যাকসিন নিতে সবাইকে আগ্রহী করার চেষ্টা করছি।
ক্যাম্পেইনের পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে।