ইতালি যাওয়ার পথে বিশ্বনাথের যুবক নিখোঁজ
দৈনিকসিলেট ডটকম :
অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যাওয়ারকালে মধ্যপথ থেকে এক মাসের অধিক সময় ধরে নিখোঁজ রয়েছেন শিপন আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক।
শিপন আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের হাজি হুসমত আলীর ছেলে। বাংলাদেশ থেকে লিবিয়া যাওয়ার পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার।
তার পিতা হুসমত আলী গণমাধ্যমকে জানান, প্রায় ৭ মাস আগে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তার ছোট ছেলে শিপন। একপর্যায়ে লিবিয়া পৌঁছে সে। গেল ২৬ মে বিকেলে সে লিবিয়া থেকে মুঠোফোনে আমার ছোট মেয়ে রুবিকে জানায়, কুমিল্লার এক আদম ব্যাপারীর মাধ্যমে সে ইতালির উদ্দেশ্যে যাত্রা করছে। তখন সকলের দোয়া কামনা করে সে। এরপর থেকেই দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোন হদিস পাচ্ছি না আমরা। বর্তমানে অজানা শঙ্কায় দিন পার করছি আমরা। ছেলের সন্ধানে আমরা বাংলাদেশ সরকার ও দূতাবাসের সহযোগিতা কামনা করছি।