সিলেট থেকে সাইক্লিং করে কুয়াকাটায় দুই যুবক
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের সীমান্তবর্তী এলাকা তামাবিল জিরো পয়েন্ট থেকে ৬ দিনে ৬০০ কিলোমিটার পথ সাইক্লিং করে কুয়াকাটায় পৌঁছেছেন চিন্ময় ও প্রবাল নামের দুই যুবক।
আজ সোমবার বিকেলে তারা কুয়াকাটায় পৌঁছান। পথে বিভিন্ন শহরের অলি-গলি, জন প্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করেন। তাদের এই সাইক্লিংয়ের উদ্দেশ্য হল- সবুজায়নের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। তারা মানুষকে বাসা-বাড়ি, অফিস, ছাদ এবং প্রতিটি পতিত জায়গায় সবুজায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাইক্লিংইয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানো সবুজ কুমার বর্মন (প্রবাল) ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এ ছাড়া চিন্ময় সাহা দিগন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী চিন্ময় সাহা দিগন্ত।
সবুজ কুমার বর্মন (প্রবাল) বলেন, গত তিন মাস আগ থেকে আমি এই পরিকল্পনা করে রেখেছি। আমাদের এই সাইক্লিংয়ের উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। আমরা তামাবিল থেকে কুয়াকাটায় প্রতিটি শহরে ভ্রমণ করে মানুষ কে সচেতন করেছি।