৩ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচারণা
দৈনিকসিলেট ডেস্ক :
দেশ বাঁচতে ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেটের ৩ উপজেলায় আজ পথসভা, লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও সিলেট জেলা নেতৃবৃন্দ।
বেলা ৩টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে পথসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক।সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।
বাদ আসর বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ করা হয় নাজিরবাজারে৷ পথসভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওসার খান। সভা পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া।
বাদ মাগরিব দয়ামীর বাজারে ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী। সভা পরিচালনা করেন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ।
পৃথক ৩ টি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাসেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির, শাহ আলম রনি মৃধা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি তাজ মোঃ ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, সৈয়দ সরোয়ার রেজা, টিটন মল্লিক, রায়হানুল হক, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, আব্দুল আমিন, সাইফুল আলম কোরেশি, দিহান আহমদ হারুন প্রমুখ। পথসভা ও লিফলেট বিতরনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।