লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির নবগঠিত কমিটির প্রথম সভা
দৈনিকসিলেটডটকম
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই বুধবার রাতে নগরীর কুমারপাড়া ঝরনার পারে অনুষ্ঠিত এ প্রথম সভায় সভাপতিত্ব করেন নবগঠিত লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন মো. সাজুওয়ান আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান লায়ন আসমা কামরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমদ।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক প্রেসিডেন্ট লায়ন কাজী আব্দুল মুকিতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন্স ক্লাব অব সিলেট সিটি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন মুনসুর আলম চৌধুরী, লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট আব্দুল আল মামুন, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খায়রুন নেছা শেলি, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সাবেক প্রেসিডেন্ট বিলকিস নূর, লায়ন্স ক্লাব অব সিলেট রোজের প্রেসিডেন্ট লায়ন আমিন উদ্দিন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মেম্বার লায়ন ঝুমা আহমদ, ট্রেজারার সাহেদা ইয়াসমিন সুইটি প্রমুখ।