জামালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
মো: বায়েজিদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলার মান্নানঘাট সড়কের সোনাপুর মসজিদের সামনে এবং অন্যদিকে চাঁনপুর গজারিয়া হাটির সামনে সড়ক দূর্ঘটনা ঘটে।
সোনাপুরে নিহত হলেন সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিখিল চন্দ্র করের স্ত্রী শমলা রানী দাস (৬০) একই ইউনিয়নের গজারিয়া হাটির সামনের রাস্তায় গজারিয়া হাটির আক্তার হোসেনের মেয়ে সাবিয়া খাতুন (৭) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় মান্নান ঘাট থেকে ১টি অটো রিক্সা জামালগঞ্জের উদ্দেশ্যে আসার সময় অটো রিক্সার ধাক্কায় সমলা রানী দাস মারাত্মক আঘাত পেলে আত্মীয় স্বজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। একই সময় চাঁনপুর গজারিয়া হাটির সামনে অটোরিক্সা উল্টে সাবিয়া খাতুন গুরুতর আহত হয়। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
দূর্ঘটনায় নিহত অটো রিক্সা চালক চাঁনপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ফজলুল হক (২৪)। তাকে পুলিশ আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন। অন্য অটো রিক্সার চালক সদর ইউনিয়নের লালপুর গ্রামের মোহর আলীর ছেলে মোর্শারফ হোসেন পলাতক আছে।
এব্যপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের বলেন, দুর্ঘটনায় অটো চালক ফজলুল হককে আটক করা হয়েছে। অটো রিক্সা জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।