সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল
মোঃ বায়েজিদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সুইডেনে উগ্রপন্থিদের দ্বারা পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জামালগঞ্জ রিভারভিউ পার্কের সামনে এসে এক সভায় মিলিত হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত কেন্দ্রিয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মাও: আলতাফুর রহমান। উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাও: মাসরুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাও: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও: মাহদী হাসান, ছাত্র জমিয়ত উপজেলা শাখার সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আনিছ উদ্দিন, বায়েজিদ আহম্মদ, এহসানুল হক রুমু।