জগন্নাথপুরে ৩ বস্তা কারেন্ট জাল ধ্বংস, জরিমানা আদায়
জুয়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর অধ্যুষিত অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁঞা।
অভিযানে বাগময়না গ্রামের আবুল হোসেনকে কারেন্ট জাল বিক্রির অপরাধে নগদ এক হাজার টাকার জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানসহ উপজেলা মৎস্য ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁঞা বলেন, হাওর অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষার জন্য আগামীতে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হবে। সেই সাথে ১ থেকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।