জৈন্তাপুরে ছিকন্দর আলী শিক্ষা ফোরাম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
দৈনিকসিলেটডটকম
জৈন্তাপুরে ছিকন্দর আলী শিক্ষা ফোরামের ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত দুইজন কৃতি শিক্ষার্থী দীপ্ত চক্রবর্তী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং পার্থ কৃঞ্চ দাস চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ালেখার সুযোগ লাভ করায় এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিকন্দর আলী শিক্ষা ফোরামের সভাপতি ও জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নিবার্হী পরিচালক এটি এম বদরুল ইসলাম।
ছিকন্দর আলী শিক্ষা ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনির উদ্দিন ও কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছিকন্দর আলী শিক্ষা ফোরামের প্রধান উপদেষ্টা কামাল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল স্কুলের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমদ, ছিকন্দর আলী শিক্ষা ফোরামের সহ-সভাপতি ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক সদস্য ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপ নেতা নিয়াজ মোর্শেদ, মাওলানা মুজম্মিল হেলালি, ফয়জুল করিম ফজল, সুলেমান আজিজ , আয়াত উল্লাহ, ইমরান আহমদ, সাইফুল আলম ও সিকদার আবুল কালাম। অনুষ্ঠানে সংবর্ধিত দুই কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসাবে ক্রেষ্ট, মেডেল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।