সিলেট মহানগর যুবদলের মতবিনিময় সভা
দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে সিলেটের তরুণ সমাজের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে
রাজপথে নামতে চায়। যুবদল তরুণ প্রজন্মকে তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন করতে কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৯ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের তারুণ্যের সমাবেশকে জনসমূদ্রে পরিনত
করা হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে আগামী ৯ জুলাইয়ের তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে মহানগর ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর
যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের পরিচালনায় নগরীর ভাতালিয়াস্থ নগর যুবদলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহানগর ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, উসমান গনি, এহতেশামুল হক সবুজ,
এনামুল হক চৌধুরী শামীম ও ইসহাক আহমদ প্রমূখ। এদিকে মতবিনিময় সভা শেষে নগরীর মেডিকেল রোড এলাকায় সিলেট মহানগরের অধীনস্থ ৩, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মহানগর যুবদলের সভাপতি
শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।