বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল হতে আর্থিক সহায়তা
দৈনিকসিলেটডটকম
অসুস্থ এবং দুর্ঘটনায় আহত, নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর তহবিল হতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ও কানিংহাম মন্ত্রণালার সভাপতি মো. এহছানে এলাহী। উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের উপ-মহাপরিদশর্ক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা।