বানিয়াচংয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ও ড্রেন পরিস্কার করেছেন যুব সমাজ
বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভেঙে যাওয়া রাস্তা সংস্কার ও বন্ধ হয়ে যাওয়া ড্রেন স্বেচ্ছাশ্রমে পরিস্কার করে দিয়েছেন এলাকার যুব সমাজ। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরীফখানী গ্রামের বিভিন্ন রাস্তা ভেঙে যাচ্ছিলো।
এছাড়াও পানি নিস্কাশনের নালাগুলো বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছিল।এতে করে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ অবস্থায় এলাকার যুব সমাজ কে সংগঠিত করে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ও ড্রেন পরিস্কার করার জন্য এগিয়ে আসেন ইশতিয়াক হোসেন লেমন।
লেমনের ডাকে সাড়া দিয়ে ছোটন মিয়া,আ: হাকিম, ঠান্ডু মিয়া, নাসিম মিয়া সহ এলাকার ৪০ জন যুবক বৃহস্পতিবার (৬ জুলাই ) সারাদিন ব্যাপী স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন।
ইশতিয়াক হোসেন লেমন ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এছাড়াও তিনি একজন সাবেক ক্রিকেট খেলোয়াড়। বর্তমানে ইউপি সদস্য না থাকলেও ইশতিয়াক হোসেন লেমন তার ওয়ার্ডবাসীকে ভূলে যাননি। তিনি সবসময় এলাকাবাসীর পাশে থেকে নানানরকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে ইশতিয়াক হোসেন লেমন বলেন, আমি আমার বিবেকের তাড়নায় এলাকার বিভিন্ন কর্মকান্ডে জড়িত রয়েছি। ইনশাআল্লাহ যদি আর কোনদিন ইউপি সদস্য নাও হই তবুও এলাকাবাসীর সহযোগিতায় কাজ করে যাবো।