তামিম ইকবাল দলে ফিরে আসুক: পাপন
দৈনিকসিলেটডেস্ক
অবসর ভেঙে দেশসেরা ওপেনার তামিম ইকবাল দলে ফিরে আসুক, সেটি চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, তিনি আরও বলেন,‘তামিমের সিদ্ধান্ত ইমোশনাল হতে পারে। তার এমন সিদ্ধান্ত পরিকল্পিত কিনা এটা দেখার বিষয়। তবে এই ঘটনায় আমি অবাক হয়েছি। তবে এ বিষয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি তাকে ম্যাসেজ দিয়েছি। কিন্তু সে কোনো উত্তর দেননি।’
পাপন বলেন,‘আমি এখনো বলছি, ওয়ানডে ক্রিকেটে তামিম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি চাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার খেলায় ফিরে আসুক। এই সিদ্ধান্ত নিলে আমি খুশি হব।’
সংবাদ সম্মেলনে তামিমের কান্নার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না, কান্নার কী হলো? তাকে তো কেউ বসতে বলে নাই। অবসর নিতে বলে নাই। নিজে থেকে করেছে, এরপর কাঁদছে কেন।’
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে বসতে পারত, কথা বলতে পারত। কেউ কিছু জানে না, মানে অদ্ভুত কাহিনি। খুবই আশ্চর্য লাগছে। এগুলা করে লাভ কী। দলের জন্যও তো খারাপ এটা।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এর আগে গত বুধবার রাতে দলীয় কোনো সংবাদ সম্মেলন নয়, বরং হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। গতকাল টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারও আসারই কথা নয়। অথচ গতকাল কৌতূহল জাগিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এই ক্রিকেটার।
এরপরই গুঞ্জন তৈরি হয়, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। এমনকি অবসরও নিতে পারে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন তিনি। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন।