নিহত অজ্ঞাত নারীর সন্ধান চায় তাহিরপুর থানা পুলিশ
মেহেদী হাসান ভুঁইয়া, তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিহত অজ্ঞাত নারীর সন্ধান চায় তাহিরপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া মহিলার আনুমানিক (৬৫) বয়স।
শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের ফেইসবুক আইডিতে ছবি পোস্ট করেন সন্ধান চান । এরপূর্বে বৃহস্পতিবার রাতে ৮টার দিকে উপজেলার মহালিয়া হাওর থেকে উদ্ধার করা হয়।
পুলিয় জানান,গত ৬ জুলাই রাতে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউপির অর্ন্তগত সোলেমানপুর গ্রামের বাজারের দক্ষিণে মহালিয়া হাওরে পানিতে ভাসমান কলমি ডোগার পাশে একজন অজ্ঞাতনামা মহিলা(৬৫) লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। মহিলার পড়নে একটি প্রিন্টের শাড়ি ও সবুজ রঙের একটি ছায়া ছিল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান,অজ্ঞাতনামা লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাই কেউ যদি উক্ত মামা লাশের সম্পর্কে কোন পরিচয় বা তথ্য পান তাহলে আমাদেরকে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।