দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার (০৭ জুলাই) ফজরের নামাজের পর উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আতিকুল (২৫) ভাটিপাড়া গ্রামের আব্দুর রিজিকের ছেলে।
জানা যায়, ফিকুল মিয়া নামে একজন স’মিলে শব্দ শুনতে পেয়ে স’মিলের মালিক জমির হোসেনকে জানায়। তৎক্ষণিক মিলে এসে দেখেন স’মিলে লাকড়ি বানানোর কাজে নিযুক্ত শ্রমিক আতিকুল মাটিতে পড়ে আছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকায় মেইন সুইচ বন্ধ করেও তাকে বাঁচানো যায়নি।পরে স্হানীয় ইউপি সদস্য ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন জানান, স’মিলে কাজ করতে গিয়ে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।