মাধবপুরের যুবলীগের মতবিনিময় সভা
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মাধবপুর পুরাতন গরুবাজারে উপজেলা যুবলীগের সভাপতির অস্থায়ী কার্যালয়ে তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করতে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগের নেতৃত্ব শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতি করেন মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের উপ- তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মোহাম্মদ মিসির আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য অলিউল্লাহ সারোয়ার সৌরভ। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, আশরাফুল আলম হিরাজ,শাহ নেওয়াজ সানু, সাজু মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, যুগ্ম আহবায়ক নুরুল আলম রিপন, পৌর যুবলীগ নেতা নাহিদ মিয়া,উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আগামী ৯ জুলাই হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে তারণ্যের জয়যাত্রা সমাবেশকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এবং সকলি ঐক্যবদ্ধ হয়ে একযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠিত হতে হবে। তবেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করা সম্ভব হবে । এছাড়াও আগামী ৯ জুলাই হবিগঞ্জ জেলার তারণ্যের জয়যাত্রা প্রোগ্রামকে স্ব শরীরে উপস্থিত থেকে সাফল্য মন্ডিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।এবং উপজেলা যুবলীগ,পৌর যুবলীগ, ধর্মঘর যুবলীগ,চৌমুহনী যুবলীগ, বহরা যুবলীগ, আদাঐর যুবলীগ, আন্দিউড়া যুবলীগ, শাহজাহানপুর যুবলীগ, জগদীশপুর যুবলীগ, বুল্লা যুবলীগ, নোয়াপাড়া যুবলীগ, ছাতিয়াইন যুবলীগ, বাঘাসুরা ইউনিয়ন যুবলীগসহ আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির সংশ্লিষ্ট যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকা আহ্বান জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান।