প্রধানমন্ত্রী মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন: এডভোকেট রনজিত
দৈনিকসিলেটডটকম
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ -১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যাতে একটু উন্নত ও সুন্দর জীবন পেতে পারে, সবাই যাতে খাদ্য, আশ্রয়, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার সুযোগ পায় সেই লক্ষ্য নিয়েই আওয়ামীলীগ সরকার এগিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের রুখে দিতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
প্রতিদিনের ন্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার (৭ জুলাই) তাহিরপুর উপজেলায় দিনব্যাপী উপজেলা সদর, টেকেরঘাট বাজার, লাকমা বাজার, বাগলী বাজার, একতা বাজার লালঘাট সহ বিভিন্ন বাজারে ঈদের শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ উঠান বৈঠক ও সরকারের উন্নয়নমূলক কার্মকান্ডের বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণাকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সদস্য আজিজুল হক, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী তমাল দাস, কামরুল ইসলাম, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছয়ফুল ইসলাম, মাইনুউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, বাবুল মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেনে, প্রচার সম্পাদক সুমন দাস, সাদেক মিয়া, উওর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ রাসেল আহমেদ রতন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাফিল মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ মৎসজীবিলীগের সদস্য শেখ গোলাম কাদির সুজন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, সুজন মিয়া, রুবেল রানা, লিমন মিয়া, সামি প্রমুখ