সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
সম্প্রতি ঈদের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বারবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা এবং তৌহিদী জনতা। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার চৌমুহনী বাজারের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিন শেষে বটতলায় চৌমুহনী বাজার কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আব্দুল আলী শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চৌমুহনী বাজার কেন্দ্রীয় মসজিদ এর খতিব হযরত মাওঃ আবু তৈয়ব মুজাহিদী,প্রভাষক আঃ আলীম,বিশিষ্ট সমাজ সেবক ছায়েদুর রহমান,আনিছুল আবদাল শাহ লিটন,জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন