অভিবাসন সংকট: নেদারল্যান্ডস সরকারে ভাঙন দেখা দিয়েছে
দৈনিকসিলেটডেস্ক
অভিবাসন নীতি নিয়ে জোট দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সরকার ভেঙে গেছে। ফলে দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুট।
গতকাল শুক্রবার রুটের সভাপতিত্বে চারটি দল সংকট আলোচনায় কোনো সমাধানে আসতে পারেনি। দেড় বছর আগে সরকার গঠন করা হলেও দলগুলো বেশ কিছুদিন ধরে অভিবাসনের বিরোধিতা করে আসছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নভেম্বরে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
প্রধানমন্ত্রী মার্ক রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি নেদারল্যান্ডসে আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিলে চার দলীয় জোটের দুই দল তা নাকচ করলে সংকটের সূত্রপাত হয়।
রুট শুক্রবার সন্ধ্যায় এক জরুরি মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে সরকারের পতন নিশ্চিত করেছেন। আজ শনিবার তিনি রাজা উইলেম-আলেকজান্ডারের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।
তবে রুট যোগ করেছেন, মন্ত্রীরা নতুন নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসাবে তাদের কাজ চালিয়ে যাবেন।
নেদারল্যান্ডসের রাজনৈতিক ইতিহাস অনুযায়ী, নতুন একটি সরকার গঠন করতে কয়েক মাস লেগে যায়।
৫৬ বছর বয়সি রুট নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সরকার পরিচালনাকারী নেতা। জেষ্ঠ্যতার দিক বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরির ভিক্টর ওর্বানের পরই রয়েছেন তিনি। আগামী নির্বাচনেও ভিভিডি পার্টির নেতৃত্ব দেওয়ার কথা তার।
রুটের নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার ২০২২ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে। ২০১০ সালের অক্টোবরে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি, বর্তমান সরকার নিয়ে টানা চতুর্থবার সরকারপ্রধান রুট।